Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিজনেস প্লানিং

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১০, ২০২২, ০৬:১২ পিএম


এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বিজনেস প্লানিং

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি, ইভিপি ও এসভিপি পর্যায়ে ব্যবসায় সফল সংগঠকদের সমন্বয়ে প্রধান কার্যালয়ে ৬ অক্টোবর 4th Quarter Business Planning-2022 অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোম্পানির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে সেপ্টেম্বর ক্লোজিং ২০২২ ব্যবসায় ১ম ও ২য় স্থান অর্জনকারী সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিজিএম, এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের দের  সাফল্যর স্বীকৃতিস্বরূপ মেডেল উপহার দেয়া হয়।

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর তাছ থেকে মেডেল গ্রহণ করেন।

১য় স্থান অর্জনকারী: এইচ.এম মিলন রহমান (এসইভিপি) প্রধান কার্যালয়, মাহমুদুল হাসান (ইভিপি) ময়মনসিংহ, মো. মাহাবুবুর রহমান (এসভিপি) ময়মনসিংহ, মো. আল-আমিন (ডিজিএম) প্রধান কার্যালয়।

২য় স্থান অর্জনকারী: শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি) প্রধান কার্যালয়, মোহাম্মদ ফোরকান আহম্মেদ (ইভিপি) ফরিদাবাদ, ঢাকা, মো. হাবিবুর রহমান (এসভিপি) সাতক্ষীরা, মাহমুদা হোসেন মলি (ডিজিএম) ময়মনসিংহ।-বিজ্ঞপ্তি
 

Link copied!