Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফারিয়ার উপলব্ধি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২২, ০২:২৭ এএম


ফারিয়ার উপলব্ধি

মাঝেমধ্যেই নিজের উপলব্ধির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি তেমন করেই নিজের আপন মানুষ হারিয়ে যাওয়ার উপলব্ধির কথা তিনি সম্প্রতি ভাগ করে নিলেন ফেসবুকে।

গত বুধবার ফেসবুক ব্যবহারকারীরা এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হন। সাময়িক ত্রুটির কারণে ফ্যান-ফলোয়ার সমৃদ্ধ অ্যাকাউন্টগুলোতে হঠাৎ দেখা দেয় ফলোয়ার সংকট।

বিনা নোটিসে এভাবে ফলোয়ার হারিয়ে যাওয়ায় সবাই যখন চিন্তিত, তখন অভিনেত্রী শবনম ফারিয়া জানালেন, তার নাকি অতি আপন মানুষই হারিয়ে গেছে!

এ প্রসঙ্গে ফেসবুকে ফারিয়া লিখেছেন, যে মানুষের জন্য জীবন, আত্মা সব বাজি রেখেছিলাম, বন্ধু-বান্ধব, ক্যারিয়ার সব ভুলে গিয়েছিলাম, সেই-ই হারিয়ে গেছে। কবে হারিয়েছে, কীভাবে হারিয়েছে, কোথায় হারিয়েছে— সেটাও জানি না! আর তোমরা আমাকে মেসেজ দাও আমার নাকি ফলোয়ার হারিয়ে গেছে! এই

অভিনেত্রী আরও লেখেন, আমি অনেক কিছু হারিয়ে, চোখ মুছে ক্যামেরার সামনে হাসি দিয়ে ছবি তুলে, বকোয়াস কথাবার্তা লিখে সেই ছবি ফেসবুকে পোস্ট দেয়া মানুষ। আমায় আর ফলোয়ার হারানোর ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

ফারিয়ার এমন পোস্টের বিপরীতে নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে। কেউ কেউ ফারিয়াকে ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টিকে হালকাভাবেও নিয়েছেন।

Link copied!