বিনোদন প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২২, ০২:২৮ এএম
বিনোদন প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২২, ০২:২৮ এএম
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গান গাইবেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপি সূত্রে জানা যায়, জাতীয় জাদুঘর এলাকায় কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি বাতিলের পর আয়োজক প্রতিষ্ঠান একই সময়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানটি করার অনুমতি চেয়ে আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি সেখানে অনুষ্ঠানটি করার অনুমতি দেবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠান করার আবেদনের বিষয়ে গতকাল শুক্রবার বিকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের বলেছি পর্যায়ক্রমে অনুমতি দিয়ে দেব।
উল্লেখ্য, নব্বই দশকের শেষ ভাগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে বাংলাদেশে এসে গান করেছিলেন কবীর সুমন, তখন কোনো পারিশ্রমিক নেননি তিনি। টিকিট বিক্রির পুরো অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে দিয়েছিলেন।