Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

শুক্রবারে মুক্তি নতুন সিনেমা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২২, ০১:৫০ এএম


শুক্রবারে মুক্তি নতুন সিনেমা

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। বলা যায়, অনেকদিন বিরতির পর শাহনূর অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

আবার এদিকে গতকাল থেকে তিনি শুরু করেছেন তার অভিনীত নতুন সিনেমার কাজ। সিনেমার নাম ‘আহারে জীবন’। এটি সরকারি অনুদানে নির্মাণ করছেন ছটকু আহমেদ।

শুধু তাই নয়, সিনেমাটিতে পরিচালকের সহকারী হিসেবেও কাজ করছেন শাহনূর। নতুন সিনেমা মুক্তি এবং নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘আহারে জীবন সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি আমি সহকারী পরিচালক হিসেবেও কাজ করছি। একইসাথে অভিনয় এবং সহকারী হিসেবে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। আমি তো ভীষণ উপভোগ করছি।

কারণ শিল্পী হিসেবে শুটিংয়ের সময় যে সমস্যাগুলো আমরা ফেস করে থাকি, তা আমি নিজে অনুধাবন করে তা সমাধানের চেষ্টা করছি আহারে জীবনের শুটিং-এ আগে থেকেই। সিনেমাটিতে কাজ করছেন সুচরিতা আপা, মিশা ভাই, ফেরদৌস, মারুফ ভাই, পূর্ণিমা, জয়, মৌমিতাসহ আরও অনেকে। আমরা সময়টাকে দারুণ উপভোগ করছি।

কারণ সবাই ভীষণ আগ্রহ নিয়ে ছটকু ভাইকে সহযোগিতা করছেন যাতে কাজটি ভালোভাবে শেষ হয়। আর বসন্ত বিকেল-এ আমার চরিত্রটি চমৎকার। আমার সহশিল্পী ওমর সানী ভাই। রফিক শিকদার চেষ্টা করেছে ভালোভাবে সিনেমাটি নির্মাণ করতে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এদিকে কিছুদিন আগেই তিনি শ্রীমঙ্গলে দুটি নাটকের কাজ শেষ করেছেন। নাটক দুটি নির্মাণ করেছেন তাজু কামরুল। আবার ‘শাহনূর ফাউন্ডেশন’ থেকেও তিনি নিয়মিত নানান সামাজিক কাজ সম্পন্ন করে থাকেন। শাহনূরের প্রবল ইচ্ছে তার বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করার। অবশ্য এ জন্য তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন।

 

Link copied!