Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিনেমায় সুবাহর আজ অভিষেকের দিন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২২, ০১:১০ এএম


সিনেমায় সুবাহর আজ অভিষেকের দিন

অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ ২১ অক্টোবর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে নবাগত নায়িকা সুবাহ অভিনীত সিনেমা রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’।

এই সিনেমার মধ্য দিয়েই রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত এই নায়িকার। যে কারণে উচ্ছ্বাসটা যেমন তার অনেক বেশি, সিনেমার ফলাফল কী হতে পারে— তা নিয়েও একটু দুশ্চিন্তা তো রয়েছেই।

সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন, যেমন— সুচরিতা, ওমর সানী, শাহনূর, শিপন মিত্র— তাদের অনেক আগেই সিনেমার রুপালি পর্দায় অভিষেক হয়েছে; কিন্তু সুবাহর অভিষেক হচ্ছে আজ।

এরই মধ্যে সিনেমাটির প্রিমিয়ারও অনুষ্ঠিত হয়েছে। প্রিমিয়ারে উপস্থিত সবাই সিনেমাটির গল্প, গান এবং সিনেমাতে যারা অভিনয় করেছেন— প্রত্যেকেরই প্রশংসা করেছেন। নতুন হিসেবে সুবাহর অভিনয়ও বেশ চমৎকার, এমনই অভিমত ছিল উপস্থিত সবার।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সুবাহ বলেন, ‘সিনেমাটিতে আমি অভিনয় করেছি চন্দ্রাবতী চরিত্রে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্রী। বসন্ত বিকেল একটি গল্পনির্ভর সিনেমা। সিনেমাটি প্রেম, ভালোবাসা, হাসি-কান্না, সর্বোপরি মানুষের জীবনকে ঘিরে যা থাকে, তার সবই আছে।

আর এটি সিনেমার পরিচালকের স্বপ্নের একটি সিনেমা। তিনি তার মেধা দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস, সিনেমাটি সবারই ভালো লাগবে। এটা সত্যি যে, সিনেমাটি মুক্তির প্রহর ঘনিয়ে আসছে, আর আমার চিন্তা বেড়েই যাচ্ছে কী হয়, কী হবে— এসবই ভাবছি আমি। তবে সবার কাছে বিশেষ অনুরোধ সিনেমাটি হলে গিয়ে যেন দর্শক উপভোগ করেন। আমি সিনেমায় একেবারেই নতুন।

সবার আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে যেতে চাই।’ আর যেহেতু সুবাহর এটিই মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা, তাই আজ সিনেমা মুক্তির দিনে তিনি হলে হলে যাবেন সরাসরি দর্শকের রেসপন্স দেখতে।

Link copied!