বিনোদন প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২২, ০২:২৬ এএম
বিনোদন প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২২, ০২:২৬ এএম
এ প্রজন্মের শ্রোতানন্দিত সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া তার সংগীত জীবনে এবারই প্রথম কোনো ইউটিউব চ্যানেলের জন্য বিশেষভাবে আয়োজন করে বাংলাদেশের সংগীতাঙ্গনের বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কোনো গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের লেখা ও সুর করা ‘সখী কুঞ্জ সাজাও গো... আজ আমার প্রাণনাথ আসিতে পারে’ গানটি গেয়েছেন। গানটির ভয়েজ রেকর্ডিংয়ের কাজ বেশ আগেই শেষ হয়েছে।
গেলো সপ্তাহে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। গানটির সার্বিক তত্ত্বাবধানে আছেন সংগীতশিল্পী, সুরকার জুয়েল মোরশেদ। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দ্যাখো টিম। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘এই গানের প্রতি তো আসলে ভালোলাগা অনেক আগে থেকেই ছিল। জুয়েল ভাই যখন গানটি গাইবার প্রস্তাব আমাকে দিয়েছিলেন, তখন সবকিছু ভেবেই গানটি গাইবার জন্য সম্মতি জানাই।
কারণ, এ গানটির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে। গানটির সংগীতায়োজন ভালো হয়েছে। আমার কাছে ভালো লেগেছে। তবে আমার কাছে ভালো লাগার চেয়ে শ্রোতা-দর্শকের কাছে ভালো লাগাটা জরুরি। কারণ একটি গানের নেপথ্যে প্রযোজনা সংস্থা অর্থ বিনিয়োগ করে লাভের আশায়। সেই ক্ষেত্রে শিল্পীর কণ্ঠের গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগলে প্রযোজনা সংস্থারই লাভ হয়। গানটি প্রকাশের পর শ্রোতারা শুনে দেখতে পারেন। ভালো লাগতে পারে আমার কণ্ঠে সখী কুঞ্জ সাজাওগো গানটি।’
গানটি একটি নতুন অ্যাপে এবং সেই নতুন প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে শিগগিরই। এদিকে নিশীতা কিছুদিন আগে সুইডেনে শো শেষ করে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি আবারও স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠেছেন। আগামী ২৭ অক্টোবর তিনি গাজীপুরে একটি শো’তে পারফর্ম করবেন।
নিশীতা বলেন, আশা করা যাচ্ছে আগামী নভেম্বর ও ডিসেম্বরে হয়তো বেশ ব্যস্ত থাকতে হবে স্টেজ শো নিয়ে। নিশীতার কণ্ঠে প্রথম মৌলিক গান হিসেবে আলোচনায় আসে ‘রঙধনু ভালো লাগে’ গানটি। গানটির কথা ছিল আশরাফ বাবুর, সুর-সংগীত ছিল পার্থ বড়ুয়ার। এরপর বহু বছর পর ‘তোমার হিয়ারও মাঝারে’ গানটি নিশীতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে আসে একজন সংগীতশিল্পী হিসেবে। এ গানটির কথা ও সুর জাহাঙ্গীর রানার।