Amar Sangbad
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গায় বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

ইসলাম রকিব, চুয়াডাঙ্গা

ডিসেম্বর ১৫, ২০২২, ০৩:১১ এএম


চুয়াডাঙ্গায় বুদ্ধিজীবী দিবসে পুষ্পমাল্য অর্পণ

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় শহীদ হাসান চত্বর মোড়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা পৌরসভাসহ জেলা আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধের চতুর্দিকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ঘন অন্ধকারের বুক চিরে অতিথিরা যখন একযোগ এ মোমবাতিগুলো প্রজ্জ্বলন করেন তখন মনে হচ্ছিল সমস্ত আঁধারকে দূরে ঠেলে ফেলে দিয়ে এক ঝাঁক মুক্তিযোদ্ধা রক্তমাখা সোনালি জ্বলজ্বলে বেয়নেট নিয়ে বঙ্গদ্বীপের পাদদেশে বীর দর্পে উঠে দাঁড়াল।

এরপর চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন ও পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে জেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাদের নিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন সদর থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াকুব আলী।

শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, জেলা আ.লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক গোলাম মুস্তাকিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী অমিতাভ সানা, পৌর আ.লীগ সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর জিপু, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদসহ বীর মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দোয়া অনুষ্ঠান শেষে শহীদ হাসান চত্বর মোড়ের মুক্তিযোদ্ধা মঞ্চে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন, পৌরমেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম।

Link copied!