Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আবারও জিতের বিপরীতে মিম

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৩, ০১:৫৭ পিএম


আবারও জিতের বিপরীতে মিম

আবারও কলকাতার সিনেমায় কাজ করছেন বাংলাদেশের লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। কলকাতার সুপারস্টার নায়ক জিতের বিপরীতে কাজ করছেন তিনি। ছবিটি পরিচালনাও করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এর আগেও জাজের প্রযোজনায় ‘সুলতান’ সিনেমায় কাজ করেছেন এই জুটি। 

ইংরেজি নতুন বছর উদ্যাপনের জন্য স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখান থেকে দেশে ফিরেছেন ৮ জানুয়ারি। কিছুদিন বিশ্রাম নিয়ে এরই মধ্যে ভারতের কলকাতায় গেছেন নতুন সিনেমার শুটিং করতে। সেখানে তিনি ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘সুযোগটি এসেছে বর্তমান কাজ এবং পূর্বপরিচয়ের সূত্র ধরে। জিতের সাথে প্রথম জুটি হই ‘সুলতান-দ্য সেভিয়ার’ ছবিতে। ছবিটির সাথে জাজ সম্পৃক্ত ছিল। মুক্তি পায় ২০১৮ সালে জুনের দিকে। প্রথম ছবির প্রায় চার বছর পর দ্বিতীয় ছবি শুরু করলাম। এই ছবির নাম ‘মানুষ’। জিতের প্রোডাকশন থেকে ছবিটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার দাদা।’

তিনি আরও বলেন, ‘ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। পাশাপাশি তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প ও চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত।’

এবারের লটেই আমার শুটিং শেষ হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য আবারও কলকাতায় যেতে হবে।’

টিএইচ

Link copied!