Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পরকীয়ার পক্ষে অভিনেত্রীর যুক্তি!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ১৮, ২০২৩, ১২:১৪ পিএম


পরকীয়ার পক্ষে অভিনেত্রীর যুক্তি!

সিরিজ থেকে সিনেমা, বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছেন টালিউড অভিনেত্রী ইশা সাহা। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘ঘরে ফেরার গান’। নতুন ছবি মুক্তির আগে আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে নানান প্রশ্নের উত্তর দেন ইশা। তার এই ‘ঘরে ফেরার গান’ সিনেমার প্রচার ঝলক একটা পরকীয়ার আভাস দেয়।

এ কারণে তাকে জিজ্ঞেস করা হয় পরকীয়া নিয়ে। ইশা পরকীয়ার পক্ষে যুক্তি দেন। তার কথায়, পরকীয়া বিষয়টা মানুষ বিশেষে আলাদা। আমাদের দেশে পরকীয়াকে খারাপ হিসেবে দেখা হয়। আচ্ছা ভালোবাসাকে কি পরকীয়া বলা যায়? আমার ধারণা, ভালোবাসা যে কোনো দিন যে কোনো সময় যে কারো সঙ্গে হতে পারে।

আমার ধারণা, আমাদের দেশে অনেকের এটা হয়। অনেকে সাহস করে বিয়েটা থেকে বেরিয়ে আসে। কেউ পারে না। কেউ সমঝোতা করে নেয়। কেউ সমাজের ভয়ে থেকে যায়। আবার কেউ ভালোবাসাটা স্বীকারই করতে চায় না। তিনি বলেন, আমার কাছে নিজের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। দুনিয়া চুলোয় যাক। সমাজের ভয়ে গুমরে মরে গেলাম, এর তো কোনো মানে নেই। আমি এটাকে ঠিক পরকীয়া হিসেবে দেখি না।

Link copied!