Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মার্চ ২১, ২০২৩, ০১:১৯ পিএম


কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গার কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সমাপনী দিনে দামুড়হুদার ঐতিহ্যবাহী কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়ুলগাছী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ এবং ডেইলি পোস্টের সম্পাদক-প্রকাশক হাশেম রেজা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।  

প্রধান অতিথি হাশেম রেজা বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিকচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। লেখাপড়ার একঘেয়েমি রোধে ও মানসিক বিকাশ এবং প্রতিযোগিতাপূর্ণ যে কোনো বিষয়  উজ্জ্বলভাবে মেলে ধরতে খেলাধুলা ও সাংস্কৃতিকচর্চার বিকল্প নেই। 

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৬২ ইভেন্টের প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর হাতে পুরস্কার তুলে দেন।
 

Link copied!