Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

ছেলের জন্মদিনে বুবলীর উচ্ছ্বাস

বিনোদন ডেস্ক

মার্চ ২২, ২০২৩, ১২:১৯ পিএম


ছেলের জন্মদিনে বুবলীর উচ্ছ্বাস

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলী। পাশাপাশি সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। ব্যক্তিগত জীবনে বিয়ে করছেন চিত্রনায়ক শাকিব খানকে। তাদের ঘরে রয়েছে একটি সন্তান। নাম তার শেহজাদ খান বীর। ২১ মার্চ শেহজাদের জন্মদিন। আর তাইতো বুবলী তার সন্তানকে নিয়ে দিলেন দীর্ঘ এক পোস্ট। পাঠকের জন্য তা হুবহু প্রকাশ করা হলো।

উচ্ছ্বসিত হয়ে তিনি লেখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা। তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি। তোমাকে বুকে নেয়ার পর কী যে শান্তি লাগছিল! স্বর্গের সুখ বুঝি এমনই হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল। তুমি আমার অক্সিজেন লক্ষ্মী-মানিক, আমার পুরো পৃথিবী। অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

এদিকে নির্মাতা তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে আনকাট সেন্সরও পেয়েছে ছবিটি। আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। এতে শাকিব-বুবলী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।
 

Link copied!