Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

র‌্যাব নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৮, ২০২৩, ১১:৫৪ এএম


র‌্যাব নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদন

বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনের অভিযোগ খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন। তিনি একইসঙ্গে বাংলাদেশ সরকারকেও প্রতিবেদনটি খতিয়ে দেখার আহ্বান জানান।

গতকাল শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে বেদান্ত প্যাটেলের বক্তব্য ও ডয়েচে ভেলের ভিডিও প্রতিবেদনটি শেয়ার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনকারীদের অবশ্যই জবাবদিহি করতে হবে উল্লেখ করে বেদান্ত প্যাটেল বলেন, এই ভিডিওতে থাকা অভিযোগ অত্যন্ত সাবধানতার সঙ্গে খতিয়ে দেখব এবং আমরা আশা করি বাংলাদেশ সরকারও তা-ই করবে।

এদিকে ডয়েচে ভেলের এ প্রতিবেদনকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ কথা জানান। সম্প্রতি ডয়েচে ভেলে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাহিনীটির দুজন কমান্ডারের সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ওই দুজন বর্ণনা দেন কীভাবে এবং কাদের নির্দেশে র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটায়।

Link copied!