Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি

১৮ জেলায় বইছে তাপপ্রবাহ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৯, ২০২৩, ১১:২৯ এএম


১৮ জেলায় বইছে তাপপ্রবাহ

টানা ১৫-২০ দিন ঝড়বৃষ্টির পর অবশেষে স্বরূপে ফিরেছে চৈত্র। তিন দিন আগে দেশের পাঁচ জেলায় যে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছিল, এখন সেটি ১৮ জেলায় ছড়িয়ে পড়েছে। বেলা একটু গড়ালেই রোদের তাপ যেন প্রখর হয়ে উঠতে শুরু করে। দুপুরে যা পরিণত হয় কাঠফাটা রোদে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী এক সপ্তাহ গরমের তীব্রতা কমার সম্ভাবনা নেই; বরং দেশের বিভিন্ন স্থানে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার তীব্রতা বেড়ে মাঝারি থেকে তীব্রে পরিণত হতে পারে। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও হালকা বাতাস বইলেও তাতে গরমের তীব্রতা কমছে না।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে দেশের বেশির ভাগ এলাকায় মেঘ-বৃষ্টির সম্ভাবনা কম। তবে কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হলেও তা কম সময় স্থায়ী হবে। ফলে গরমের তীব্রতা রয়ে যেতে পারে। আরেক আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে। এখন যে তাপমাত্রা, এটি এ সময়ে স্বাভাবিক। এখন গরম পড়েছে বৃষ্টি কমে যাওয়ার জন্য। এ ধারা কয়েক দিন থাকবে।

থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা একে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে একে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ালে ধরা হয় তীব্র তাপপ্রবাহ। গত বছর ২১ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। গত শুক্রবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনার ঈশ্বরদী, বগুড়া, চট্টগ্রামের সন্দ্বীপ, রাঙামাটি, ফেনী, বান্দরবান, খুলনা, মোংলা, সাতক্ষীরা, যশোর, কুমারখালী, পটুয়াখালীর খেপুপাড়া ও ভোলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। রাজধানীতে এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি। এদিকে তীব্র গরমে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে এ সময়ে যারা নানা কাজে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের গরমের কষ্ট বেশি সহ্য করতে হচ্ছে। যেসব এলাকায় গাছপালা ও জলাশয় নেই, সেখানে গরমের তীব্রতা অন্য এলাকার তুলনায় বেশি।

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি : তাপমাত্রা বাড়ছেই রাজশাহীতে। গেল তিন দিনে তাপমাত্রা বেড়েছে দুই ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থায় রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার বেলা ৩টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এ কারণে মূলত রাজশাহীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।

এ ছাড়া গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার তাপমাত্রা বেড়ে ছিল দশমিক ৭ ডিগ্রি।  রিকশাচালক আতাউর রহমান বলেন, রোজা থেকে এই রোদ আর গরমে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। চৌদ্দপায়া থেকে বিনোদপুর আসতে মুখ শুকিয়ে যাচ্ছে। রোদের কারণে মনে হচ্ছে পাকা সড়ক থেকে গরম ভাপ উঠে মুখে লাগছে। একটা ভাড়া নিয়ে যাওয়া আসার পরে চোখে মুখে পানি না দিলে থাকা যাচ্ছে না।

নগরীর অলোকা সিনেমা হলের মোড়ে তরমুজ কিনছেন অটোরিকশা চালক রাজিব হোসেন। তিনি বলেন, গরমে শরীর ঘেমে পানি বের হয়ে যাচ্ছে। তরমুজ শরীরের পানি পূরণ করবে বলে শুনেছি, তাই কিনছি। এ ছাড়া ইফতারে অন্য খাবারের সঙ্গে তরমুজ খেতেও ভালো লাগে। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে গত পাঁচদিন থেকে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে। গত ৩ এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

পরের দিন ৪ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যায়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত বুধবার তাপমাত্রা কমে সর্বোচ্চ ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা এটিই। তাপমাত্রা কমার আভাস পাওয়া যাচ্ছে না। তবে আরও তাপমাত্রা বাড়তে পারে।
 

Link copied!