Amar Sangbad
ঢাকা শনিবার, ০৬ জুলাই, ২০২৪,

ঢাকা বিভাগে সাড়ে চার কোটি মানুষের বসবাস

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১০, ২০২৩, ১১:৫১ এএম


ঢাকা বিভাগে সাড়ে চার কোটি মানুষের বসবাস

বাংলাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে ঢাকায় এবং কম মানুষ বাস করে বরিশাল বিভাগে। বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, ঢাকা বিভাগের গণনাকৃত জনসংখ্যা ছিল চার কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন; সমন্বয়কৃত জনসংখ্যা হলো চার কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫.৪৯ শতাংশ বা ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন।

জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী দেশের গণনাকৃত মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। পিইসিতে (পোস্ট ইনিউমারেশন চেক) প্রাপ্ত ২ দশমিক ৭৫ শতাংশের পরিপ্রেক্ষিতে ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ হয়ে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জনে।

সমন্বয়কৃত মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ পল্লীতে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরে বাস করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ১৫-২১ জুন ২০২২ সময়সীমায় পরিচালনা করা হয়। শুমারি সম্পন্নের মাত্র এক মাসের মধ্যে ২৭ জুলাই ২০২২ তারিখে প্রাথমিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দেশের গণনাকৃত মোট জনসংখ্যার হিসাব দেয়া হয়।

পরিসংখ্যানিক পদ্ধতি ও আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী শুমারি সম্পন্নের পর গণনাকালে সৃষ্ট কভারেজ ও কনটেন্ট ইরোর নিরূপণের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) অক্টোবর ২০২২ সময়ে সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্রভাবে শুমারি পরবর্তী যাচাই পিইসি জরিপ পরিচালনা করে। গতকাল রোববার  দুপুর ২টায় এনইসি সম্মেলন কক্ষে (পরিকল্পনা কমিশন চত্বর, শেরে বাংলা নগর, ঢাকা) বিবিএস কর্তৃক একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করা হয়।

পরিকল্পনামন্ত্রী  এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন। আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ ড. শাহনাজ আরেফিন এবং বিআইডিএস মহাপরিচালক  ড. বিনায়ক সেন।

সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত এবং পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে তিন কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫৮১ জন, খুলনায় এক কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন, ময়মনসিংহে এক কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৫২৪ জন, রাজশাহী বিভাগে দুই কোটি সাত লাখ ৯৪ হাজার জন বসবাস করেন। রংপুরে এক কোটি ৮০ লাখ ও সিলেট বিভাগে এক কোটি ১৪ লাখ ১৫ হাজার ২১ জন বসবাস করেন।
 

Link copied!