Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নিরুত্তাপ ভোটেও বিশৃঙ্খলা

নৌকার সহজ জয়

আবদুর রহিম

জুন ২২, ২০২৩, ১২:২০ এএম


নৌকার সহজ জয়

৫০ শতাংশ ভোট গুড এনাফ, জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে: সিইসি

  • বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের ভোট বর্জনে ভোটারখরা
  •  রাজশাহীতে সংঘর্ষ, নির্বাচনি ক্যাম্প ভাঙচুর, অনেকে আহত
  •  সিলেটে বিজয়ী কমিশনার প্রার্থী রেজওয়ানের বাসায় হামলা
  •  ভোটের দিন শহর ছেড়ে দাদার বাড়িতে আরিফুল হক

রাজশাহীতে তৃতীয় দফায় খায়রুজ্জামান লিটন নগরপিতা নির্বাচিত

সিলেটে বাজিমাত করলেন যুক্তরাজ্য আ.লীগ সম্পাদক আনোয়ারুজ্জামান

সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়লাভ করেছেন। বহুল আলোচিত এই দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার সহজ জয় হয়েছে। অর্ধ লাখের বেশি ভোটের ব্যবধানে সিলেটের নতুন নগরপিতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এক লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে তিনি পুনরায় নগরপিতা নির্বাচিত হয়েছেন।

সিলেট ও রাজশাহী সিটির নিরুত্তাপ ভোটেও বিশৃঙ্খলা হয়েছে। ভোটার উপস্থিতি ছিল খুবই কম। দুই সিটিতে মেয়র পদে তেমন প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখা যায়নি। ভোটের মাঠে ক্ষমতাসীন আ.লীগ প্রার্থীর সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বিএনপি-জামায়াতের ভোট বর্জনে দৃশ্যত ক্ষমতাসীনদের মেয়রপ্রার্থীদের সামনে মাঠ অনেকটাই খালি ছিল। এ ছাড়া ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হাতপাখার মেয়র প্রার্থীর ওপর আওয়ামী হামলা ও সিইসির আপত্তিকর মন্তব্যের পর সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দেয় দলটি। ক্ষমতাসীন দল ও জোটের নির্বাচনে ভোটার খরার মধ্যেও হট্টগোল হয়েছে। তবে কিছুটা ভোটের আমেজ ধরে রেখেছিলেন কাউন্সিলর প্রার্থীরা। এর মধ্যেও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। তবে এসব গোলযোগের কথা অস্বীকার করে নির্বাচন কমিশন। ৪০ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে ধারণা তাদের।

গতকাল বুধবার সকাল ৮টায় দুই সিটিতে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন ভোটাররা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন অফিস থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সরাসরি ভোট পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন-ইসি। ঢাকা থেকে সিসিটিভি ক্যামেরায় দেখে রাজশাহীতে একাধিকবার গোপন ভোটকক্ষে যাওয়ার অপরাধে এক নারীকে তিন দিনের জেল দেয়া হয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে ভোট পর্যবেক্ষণ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান (অব.), বেগম রাশেদা সুলতানা ও মো. আলমগীর। সিলেটে ক্ষমতাসীন আ.লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সকাল সোয়া ৮টায় স্ত্রী হলি চৌধুরীকে নিয়ে নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তিনি। পরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘নগরবাসী উৎসবের আমেজে ভোট দিয়েছেন। ইভিএমে সহজেই ভোট দিতে পারছে সবাই।’ বিভিন্ন কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, ’এটি প্রার্থীর সমস্যা। ওরা যদি এজেন্ট না দিতে পারে, ওদের যদি লোক না থাকে, আমাদের তো কিছু করার নেই। আমরা তো কাউকে বাধা দেইনি।’

সিলেটে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম বাবুল বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের হুমকি দেয়ার অভিযোগ করেছেন। সকাল সাড়ে ৯টায় নগরীর আনন্দ নিকেতন কেন্দ্রে ভোট দিয়ে এমন অভিযোগ করেন তিনি। নির্বাচনকে নীলনকশার ভোট আখ্যায়িত করে বাবুল বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী পেশিশক্তি দেখাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না।’ নির্বাচন কমিশন, প্রশাসন সবাই আওয়ামী লীগ প্রার্থীর পকেটে। প্রথম ঘণ্টায় ইভিএমে সমস্যা ছিল। পরে ঠিক হয়েছে।’ রাজশাহীতে সকাল সোয়া ৯টার দিকে ভোট দেন নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরীর ১৪ নং ওয়ার্ডের উপশহর এলাকার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘জামায়াত-বিএনপির ভোটার আছে। প্রার্থী ও সমর্থকরা কোন দিকে ভোট দেবে বলা যাচ্ছে না। তবে আশা করছি, উন্নয়নের স্বার্থে তারাও নৌকায় ভোট দেবে।’ রাজশাহীতে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় ভোটগ্রহণের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন। তিনি বলেন, ‘ঘণ্টায় ১৮ জনের বেশি ভোট দিতে পারছেন না। এভাবে চললে একটি কক্ষে আট ঘণ্টায় মাত্র ১৪৪ জন ভোট দিতে পারবেন। এতে করে ভোটারদের দুর্ভোগ বাড়ছে।’

রাজশাহীতে সংঘর্ষ নির্বাচনি ক্যাম্প ভাঙচুর : রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রুহুল আমিন টুনু ও র্যাকেট প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম বাবুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টার দিকে নগরীর কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। র্যাকেট প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম বাবু বলেন, ‘টুনুর লোকজন আমার ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছিলেন। এর প্রতিবাদ করলে তারা আমার ভোটারদের ওপর ও ক্যাম্পে হামলা চালায়। এ ছাড়া তারা আমার সমর্থকদের বাড়িতেও হামলা চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী রুহুল আমিন টুনুর বলেন, ‘টিফিন ক্যারিয়ারের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নানা কায়দায় ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে আসতে নিষেধ করছেন। তারাই বরং আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমার স্ত্রী আহত হয়েছেন।’

ভোটের দিন শহর ছেড়ে দাদার বাড়িতে আরিফুল : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোট না দিয়ে ফুরফুরে মেজাজে নানা জায়গায় ঘুড়ে বেড়িয়ে সময় কাটান মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সকালে সিটিতে ভোটগ্রহণ চলার সময় স্ত্রী শ্যামা হককে নিয়ে সিলেট শহর ছেড়ে দাদা বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে চলে যান আরিফুল হক। কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে মেয়র আরিফুল আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। বিকেলে তিনি কমলগঞ্জের শমসেরনগরে কোরবানির পশুর হাটে গিয়ে পছন্দের ছাগল কিনেন। সেখানে তাকে পেয়ে দলীয় নেতাকর্মীরাও এসে ছবি তোলেন, সঙ্গ দেন। ভোট নিয়ে কথা বলতে গিয়ে সিসিক মেয়র ও বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি আগেই বলেছি আমার দল নির্বাচনে যাবে না। গত ২০ মে সমাবেশ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। এখন কাউকে সমর্থন দেয়ার প্রশ্নই ওঠে না।’

৫০ শতাংশ ভোট গুড এনাফ, জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে : সিইসি

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ’আমরা দিনভর নির্বাচন মনিটরিং করেছি। সকাল ৮টা থেকে শেষ অবধি। মাঝে আধাঘণ্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে।’ গতকাল বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি, কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটার অবাধ ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও ভোট বাধাপ্রাপ্ত হয়নি। আমরা মিডিয়ার মাধ্যমে নজর রেখেছি। মিডিয়াও অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ দেয়নি। আমরা মনে করি, সার্বিকভাবে আজকের নির্বাচন ভালো হয়েছে।’ তিনি বলেন, ‘রাজশাহীতে অনুমানিক ৫২ থেকে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। সিলেটে কমবেশি ৪৬ শতাংশ উপস্থিতি জানতে পেরেছি। কিছুটা হেরফের হতে পারে। বাসাইল পৌরসভা নির্বাচনও ভালো হয়েছে। ৭০ শতাংশ ভোটার উপস্থিত হয়েছে।’ সার্বিক মূল্যায়নের বিষয়ে সিইসি বলেন, ‘সার্বিক মূল্যায়নটা হচ্ছে পাঁচটি নির্বাচন ভালো হয়েছে। জাতীয় নির্বাচনকে উৎসাহিত করবে। ভোটারদের উৎসাহিত করবে। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহবোধ করবেন। তারপরও ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখব।’ তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করে কিছু বলব না। জিনিসটা উন্নয়নের দিকে যাচ্ছে, যারা রাজনীতিবিদ, প্রার্থী হবেন, ভোটাররা; তাদের সবার মধ্যে একটি ইতিবাচক চিন্তাচেতনা সৃষ্টি হতে পারে। ভোট প্রদান ও গ্রহণকে উৎসাহিত করবে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘শতভাগ ভোট কখনোই নিশ্চিত হয়নি। পৃথিবীর কোথাও শতভাগ ভোট পড়ে না। ৫০ শতাংশ ভোট গুড এনাফ। ৬০ থেকে ৭০ শতাংশ হলে এক্সিলেন্ট। আমরা সেটি নিশ্চিত করতে চেষ্টা করে যাব।’

সিলেটে নৌকার জয়, নতুন নগরপিতা আনোয়ারুজ্জামান : অর্ধ লাখের বেশি ভোটের ব্যবধানে সিলেটের নতুন নগরপিতা নির্বাচিত হয়েছেন আ.লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল  রাতে সিলেট সিটি কর্পোরেশনের রির্টানিং কর্মকর্তা বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। নৌকা প্রতীকের আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৭০০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫১ হাজার ২০০ ভোট। যুক্তরাজ্য আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন। সিলেট সিটিতে মেয়র পদে আটজন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিলেটে বিজয়ী প্রার্থী রেজওয়ানের বাসায় হামলা : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের বাসায় হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার বাসায় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর রেজওয়ান আহমেদের বড় ভাই ও সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ। ঝুঁড়ি প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন দুই হাজার ৩৫৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন দুই হাজার ৩২৪ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আবারও রাজশাহীর নগরপিতা লিটন : রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। এক লাখ ৫৯ হাজার ৭৯৭ ভোট পেয়ে তিনি পুনরায় নগরপিতা নির্বাচিত হয়েছেন। আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এ নিয়ে তৃতীয় দফায় মেয়র নির্বাচিত হলেন। এর আগে তিনি ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। গতকাল রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারিভাবে রাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

Link copied!