চুয়াডাঙ্গা প্রতিনিধি:
এপ্রিল ৮, ২০২৫, ১১:৩১ এএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
এপ্রিল ৮, ২০২৫, ১১:৩১ এএম
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই ক্যাডারকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (৬ এপ্রিল) মধ্যরাতে শহরের পোস্ট অফিসপাড়ার নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত শাফিনাতুল হাসান জোয়ার্দ্দারের দুই ছেলে অয়ন হাসান জোয়ার্দ্দার (৩৫) ও তানজিদ হাসান অভি জোয়ার্দ্দার (৩৩)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি।
সদর থানা সূত্র জানায়, তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক শরিয়ত উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের সময় তাদের বাড়ি তল্লাশি করে একটি ক্রিচ, একটি চাপাতি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
বিআরইউ