Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

গয়েশ্বর চন্দ্র রায়

শেখ হাসিনা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করেছে

আব্দুল্লাহ আল আমিন, (ময়মনসিংহ)

আব্দুল্লাহ আল আমিন, (ময়মনসিংহ)

ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:২৫ পিএম


শেখ হাসিনা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ মুজিবর রহমান বড় না জিয়াউর রহমান বড় এটা নিয়ে মাথা নষ্ট করে তাদেরকে অপমান করার প্রয়োজন হয় না। যার যার অবস্থানে, যার যার দায়িত্বে সে সে শ্রেষ্ঠ। এটার জন্য সংবিধান বা অন্য কিছু লাগে না। আমরা বড় মানুষগুলোকে বড় করতে গিয়ে ছোট করে ফেলি।

বলেন, এক ১৫ আগস্টে শেখ মুজিবুরের জানাজায় লোক পেলাম না, আর এত বছর পরে ১৫ আগস্টে কোন জায়গায় মাহফিলের আওয়াজ পেলাম না। আগে তো আর্মিরা মারছে, এখন শেখ হাসিনা নিজ হাতে তার বাবাকে দ্বিতীয়বার হত্যা করেছে।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেলর আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা তার বাবাকে এমন মারা মেরেছে মসজিদে তার জন্য দোয়া করবে এমন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং আওয়ামী লীগ তাদের নেতার প্রতি অকৃতজ্ঞ। ওদের কিন্তু বরকত ভালো না। যার কারণে তাদের ঝাকে-ঝাকে দেশ থেকে পালাতে হয়েছে। আমি ভারত সরকারকে বলবো, আপনারা তো এতদিন দেশ চালাইলেন, এইবার ফেরত দেন। হালুয়াঘাট বর্ডার দিয়ে ফেরত দেন আমরা রিসিভ করব। আমরা কথা দিলাম আমরা আপনাদের উপর ন্যায় বিচার করব। প্রচলিত যে বিচার হচ্ছে সে বিচারে একটু দাঁড়ান। আপনারা যে অপরাধ করেছেন, প্রচলিত আইনে নরমাল যে বিচার হবে, তাতে আপনাদের যতদিন জেল হবে, সেই পরিমাণ হায়াত আল্লাহ আপনাদের দেয় নাই।

আয়োজিত বিএনপি নেতা সালমান ওমর রুবেলের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

এ সময় প্রায় ৩ হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ছানি পড়া রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য সিলেকশন করা হয়।

ইএইচ

Link copied!