Amar Sangbad
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫,

যাত্রীসহ ব্যাটারিচালিত রিকশা খালে, নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

এপ্রিল ১৯, ২০২৫, ১২:২৫ এএম


যাত্রীসহ ব্যাটারিচালিত রিকশা খালে, নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস

চট্টগ্রামের চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকায় বেপরোয়া গতির কারণে ব্যাটারিচালিত একটি রিকশা খালে পড়ে যায়। রিকশাটিতে ছিলেন দুই নারী ও ছয় মাস বয়সী একটি শিশু। ঘটনাস্থলে মা ও দাদিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেলেও শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।

দেখা যায়, শিশু সেহরিশকে কোলে নিয়ে রিকশায় যাচ্ছিলেন তার মা সালমা বেগম। সঙ্গে ছিলেন দাদি। রাত সাড়ে ৮টার দিকে নবাব হোটেলের পাশের গলিতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি উল্টে ‘হিজড়া খালে’ পড়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মা ও দাদিকে উদ্ধার করলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যান।

নিখোঁজ শিশু সেহরিশ, আসাদগঞ্জ শুঁটকি পট্টি এলাকার মো. শহিদ ও সালমা বেগম দম্পতির কন্যা।

জানা যায়, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শিশু সেহরিশের মা ও দাদি তাকে নিয়ে কাপাসগোলায় ফুফুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। নবাব হোটেলের গলিতে পানি জমে থাকায় তারা সিএনজি থেকে নেমে একটি ব্যাটারিচালিত রিকশায় উঠলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

রাত সোয়া ১০টার দিকে চসিকের স্ক্যাভেটারের সহায়তায় রিকশাটি খাল থেকে তোলা হলেও শিশুটির সন্ধান মেলেনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সিটি করপোরেশনের কর্মীরা ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।”

এদিকে, চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিপাত হয়। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে তা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে রূপ নেয়।

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, “পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ আশপাশের এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি হতে পারে ১৫–২০ কিমি, যা বৃদ্ধি পেয়ে ২৫–৩৫ কিমি বা তারও বেশি হতে পারে।”

তিনি আরও জানান, চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য আপাতত কোনো সতর্ক সংকেত নেই, তবে নৌবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।

ইএইচ

Link copied!