Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫,

নরসিংদীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৩:০২ পিএম


নরসিংদীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি খবিরুল ইসলাম বাবুলের রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বিএনপি পরিবার ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার নরসিংদী পৌর শহরের ইউএমসি জুট মিলস গেইটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইলিয়াস আলী ভূঞা, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, শহর শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেন, শহর যুবদলের সদস্য সচিব শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলজার আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদুল হক খান রায়হান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি অ্যাড. মো. আহসান উল্লাহ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল, মোহাম্মদ রুহুল আমীন, মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরমান মিয়া, শহর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হোসেন খান, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ভূঁইয়া, মহিবুর রহমান হাসু, মো. বেদন সরকার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মিয়া।

এছাড়া দোয়া মাহফিলে উম্মে সালমা দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল ভূঁইয়াসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি নেতা ভিপি খবিরুল ইসলাম বাবুলের দ্রুত রোগমুক্তি এবং সুস্থ হয়ে দেশে ফেরার জন্য বিশেষ দোয়া করা হয়।

ইএইচ

Link copied!