Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫,

ঢাকা-দিল্লি সম্পর্কে বাড়ছে তিক্ততা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৪, ২০২৪, ১২:০৭ এএম


ঢাকা-দিল্লি সম্পর্কে বাড়ছে তিক্ততা

প্রায় চার মাস ধরে বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েন চলে আসছিল। তবে সেই টানাপোড়েন থেকে এখন দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও পতাকা পোড়ানোর ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বাংলাদেশ মিশনে হামলার ঘটনার জেরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ দিন বিকেল চারটার কিছু আগে প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলে আসছিল। তবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে অস্বস্তি শুরু হয়। আর এরই জের ধরে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ঘটে বাংলাদেশের পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলার ঘটনাও। এর প্রতিবাদে বাংলাদেশের ছাত্র-জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারাও ক্ষোভ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ও ক্ষোভ জানায়। অন্যদিকে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের হোটেল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়। শুধু তাই নয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে ভ্রমণ ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিদের নানাভাবে হয়রানিও করা হচ্ছে। হোটেল ভাড়া না পেয়ে ইতোমধ্যে বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকরা। বাধ্য হয়ে প্রয়োজনীয় কাজ না সেরেই দেশে ফিরে আসছেন।  

অভিযোগ পাওয়া গেছে, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দেয়া হয়েছে। এতে যাত্রীদের সীমান্তে ফিরতেও বেশ সমস্যা হচ্ছে। আগরতলা থেকে ফিরে আসা যাত্রীরা আখাউড়া স্থলবন্দরে জানিয়েছেন সেখানে বাংলাদেশিদের নানান হয়রানির অভিযোগ। কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা ফরিদ মিয়া জানান, সোমবার আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলায় গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে বিপাকে পড়তে হয়। বাংলাদেশি ও মুসলিম হওয়ায় ভাড়া নেয়ার একঘণ্টা পরই আমাকে হোটেল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। হোটেল থেকে বের করে দেয়ার পর টাকা ফেরত চাইলে তা দেয়নি। পরে বাধ্য হয়ে শহর থেকে ৮০ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে সকালে দেশে ফেরার জন্য চেকপোস্টের দিকে রওনা হই। এখানে এসে দেখি বিভিন্ন স্থানে বাংলাদেশবিরোধী বিক্ষোভ হচ্ছে। আর বলা হচ্ছে বাংলাদেশি ও ইউনূসের (প্রধান উপদেষ্টা) লোক পেলেই পেটাবে। সারাদিনের চেষ্টার পর বিকালে দেশে ফিরতে পেরে মনে হচ্ছে প্রাণে বেঁচে ফিরেছি। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা মুজিবুর রহমান জানান, শিলচরে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে জামদানি শাড়ির স্টল দিয়েছেন। সোমবার একদল যুবক জয় শ্রী রাম স্লোগান দিয়ে মেলায় এসে দোকান ভাঙচুর করে এবং হুমকি দেয়। এ সময় তার সব টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এদিকে, সীমান্তে অতিরিক্ত সতর্কতার কথা জানিয়েছেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার। 

পরিস্থিতি বিবেচনায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবাও বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 

নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এতকিছুর পরও কোনো নির্দিষ্ট একটি ইস্যু দিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না বলে মনে করছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

গতকাল বিকালে তলবের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে এ মন্তব্য করেন তিনি। প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের আলোচনা চলমান রাখব, আজকের বৈঠক তেমনই একটি বিষয়। আমাদের বিস্তৃত সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে। আমরা একটি ইস্যু দিয়ে সেটি মূল্যায়ন করতে পারব না। আমাদের পরস্পরনির্ভর বিষয় রয়েছে। যেটি দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। হাইকমিশনার আরও বলেন, সর্বশেষ দুই মাসে আমাদের পরস্পর সহযোগিতার জন্য ইতিবাচক কিছু উন্নয়ন হয়েছে। আমাদের অনেক ইতিবাচক বিষয় রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা সামনে অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে যাবো। 

এদিকে আগরতলার ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় গতকাল সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চার পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকায় বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) আয়োজন চলছে। এতে যোগ দিতে আসার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে একটি  প্রতিনিধিদলের। তবে চলমান পরিস্থিতিতে এফওসি অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
 

Link copied!