Amar Sangbad
ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫,

কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৫, ২০২৫, ১২:২৬ এএম


কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়
  • ঈদের ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় গতকাল থেকে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেলওয়ে স্টেশন) যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

গতকাল সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা।

জামালপুর এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাবেন জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি বলেন, আর তিন-চার দিন পরই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব। তবে পরিবারের সবাই স্বস্তিতে যাক, এজন্য ব্যবস্থা করা।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়লা আহসান বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। গতকাল সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় গতকাল থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি ছিল। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

ঈদের ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ-পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। যাত্রীসাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী, এই দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হয়।

গতকাল সোমবার যারা টিকিট কিনেছেন তারা আগামী ৩ এপ্রিল ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ, ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ, ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। এছাড়া চাঁদ দেখার ওপরে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদ যাত্রার সব টিকিট অনলাইনে কিনতে হবে।

এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডে-অফ কার্যকর থাকবে। ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ থেকে ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে।

যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারবেন তিনি। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।

এদিকে গত বছরগুলোতে ঈদযাত্রায় ৮ থেকে ১০ জোড়া বিশেষ ট্রেন চালানো হলেও এবার সেটি কমিয়ে পাঁচ জোড়া করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

এর আগে, গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

Link copied!