Amar Sangbad
ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫,

দূরপাল্লার ঈদযাত্রা

নাড়ির টানে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৫, ১২:৩৯ এএম


নাড়ির টানে ছুটছে মানুষ

সড়কে সিসি ক্যামেরা থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

আসন্ন ঈদের আগে সপ্তাহের শেষ কর্মদিবস ছিল গতকাল বৃহস্পতিবার। কর্মঘণ্টা শেষ হতে না হতেই নাড়ির টানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আপন ঠিকানায় ছুটছেন নগরবাসী। ফলে তীব্র যানজটে আচ্ছন্ন রাজধানীর বিভিন্ন সড়ক। ভোগান্তিতেও পড়েছেন দিনের কর্মশেষে গন্তব্যগামী সাধারণ মানুষ। এদিকে ইসলাম ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান। পরিবারের সঙ্গে ইফতারের মধ্যেই যেন সারাদিনের ক্লান্তি আর পরিশ্রমের অবসান ঘটে রোজাদার সাধারণ মানুষের। কিন্তু নগরীর অসহনীয় যানজটে ইফতারের আগে নির্ধারিত সময়ে রাজধানীর অভ্যন্তরে গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন তারা।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে অফিসের কর্মঘণ্টা শেষে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় বিভিন্ন সড়কে যানজটের এমন চিত্র দেখা গেছে।

খবর নিয়ে রাজধানীর, রাজধানীর মহাখালী, রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, গুলশান, বনানী, বিভিন্ন স্থানে এই যানজটের এমন চিত্র জানা গেছে। এছাড়া গুগল ম্যাপের সহযোগিতায়, নীলক্ষেত নিউমার্কেট এলাকা, এলিফেন্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, ধানমন্ডি, আড়ং, কলেজগেট শিশুমেলা শ্যামলী, মৎস্য ভবন এলাকা, শাহবাগ এলাকা, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন স্থানে যানজটের চিত্র দেখা গেছে। এছাড়াও যাত্রীদের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে, হেঁটে চলাচল করতে ও কিছু কিছু গণপরিবহনে যাত্রীর চাপও দেখা গেছে। একই সঙ্গে যানজটে গাড়ি থেকে অনেককে নেমে হেঁটে যেতেও দেখা গেছে।

রাজধানীর বাড্ডা এলাকায় কথা হয় রাসেলের সঙ্গে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। অফিস শেষে সরাসরি নিজের বাড়ি রাজবাড়ির উদ্দেশে বের হয়েছেন। রাসেল বলেন, বাসা থেকে অফিসে আসার সময় ব্যাগ নিয়ে এসেছি। আগে থেকেই টিকিট কাটা ছিল। অফিস শেষে গাড়ি। কিন্তু যে যানজট এখনো গাড়ি এসে পৌঁছেনি। কখন আসবে সেটাও বলতে পারি না। একই ধরনের অভিযোগ জানাচ্ছেন অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়ে কাউন্টারে বসে থাকা একাধিক যাত্রী।

এদিকে মিরপুরগামী যাত্রী মেহেদী হাসান বলেন, রাস্তায় যে জ্যাম নতুন বাজার হতে বাড্ডা আসতেই আধা ঘণ্টা লেগেছে। সম্পূর্ণ রাস্তায় যদি এমন জ্যাম পাই তাহলে ইফতারের আগে বাসায় যেতে পারবো না। গাড়ির জন্য বাড্ডা লিংক রোডে দাঁড়িয়ে আছেন হামিদুল ইসলাম। তিনি বলেন, গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। অধিকাংশ গাড়ি যানজটে পড়ে আছে। দীর্ঘক্ষণ পরপর যে গাড়িগুলো আসছে সেগুলোতেও ভিড়। এদিকে পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে বলে নির্দেশনা দিয়েছিল সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। রমজান মাসে সাহ্?রি ও ইফতারের সময় বিবেচনায় এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

সড়কে সিসি ক্যামেরা, থাকছে হাজারের বেশি চেকপোস্ট-টহল টিম

ঈদ ঘিরে যাত্রাপথের দুর্ভোগের চিত্র চিরচেনা। প্রতি বছরই ভোগান্তি পোহাতে হয় ঈদে ঘরমুখো মানুষকে। সারা দেশের সড়ক-মহাসড়কের বেশিরভাগ অবস্থা ভালো হলেও ঈদযাত্রীদের দুশ্চিন্তা থাকে পথের দুর্ভোগ নিয়ে। কোথাও কোথাও দ্বিগুণ বা তারও বেশি সময়ে গন্তব্যে পৌঁছাতে হয় নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের। আসন্ন ঈদুল ফিতরেও কোনো কোনো সড়ক-মহাসড়কে দীর্ঘ হতে পারে যানজট। এ নিয়ে সারা দেশে প্রস্তুতিও নিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। সড়কপথে চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ অনেক স্পট। তবে ঈদযাত্রায় দীর্ঘ যানজটের সঙ্গে এবার নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাই। বিশেষত রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সারা দেশে বিভিন্ন সড়ক-মহাসড়কে চুরি-ডাকাতি-ছিনতাইয়ের মহোৎসব চলছে। এরই মধ্যে এ ধরনের বেশ কিছু রোমহর্ষক ঘটনা সাধারণ মানুষের নজরে এসেছে, যা তাদের এবারের ঈদযাত্রায় শঙ্কিত করে তুলছে। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষেরা অনেকেই যাত্রাপথের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে।

দেশে তিন হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ স্থানগুলোতে সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দেশে তিন হাজার ৯৯১ কিলোমিটার দূরপাল্লার সড়ক রয়েছে। এসব পথে ঈদযাত্রা ভোগান্তিমুক্ত ও নিরাপদ করতে সড়কের বিশেষ স্থানগুলোতে সশরীরে আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির জন্য স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাজারের বেশি চেকপোস্ট এবং টহল টিম সার্বক্ষণিক মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। তথ্য অনুযায়ী, এ বছর ঈদ ঘিরে এক হাজার ৪৪৩ জন ডাকাতের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তার ভিত্তিতে অভিযান চলছে বলেও জানা গেছে।

জানতে চাইলে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, প্রতিবছরই ঈদে আমরা সড়কে নিরাপত্তা পরিকল্পনা করে থাকি। সেই আঙিকে গত বছরও আমাদের যে দুর্বলতা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছিলাম। এ বছর আমরা গত বছরের দুর্বলতাগুলো মাথায় রেখেছি। তাছাড়া গত বছর আমরা যেটা দেখেছিলাম তা হলো জেলা পুলিশের সঙ্গে আমাদের সমন্বয় কম ছিল। কিন্তু এবার কোনোরকম সমন্বয়হীনতা থাকবে না বলে আশা করছি। সারা দেশে এখন ৩,৯৯১ কিলোমিটার হাইওয়ে। প্রতি কিলোমিটারে ফোর্স দিয়ে আমরা পারি না। পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের ৭০০ ফোর্স দিয়েছে। এবার ঈদযাত্রায় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জায়গায় টহল ডিউটি শিডিউল করেছি। চেকপয়েন্টও সেভাবেই করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিয়া বলেন, আমাদের সারা দেশে এখন ৩,৯৯১ কিলোমিটার হাইওয়ে। প্রতি কিলোমিটারে ফোর্স দিয়ে আমরা পারি না। পুলিশ হেডকোয়ার্টার্স আমাদের ৭০০ ফোর্স দিয়েছে। তারপরও দেখলাম সংকুলান হয় না। তখন জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি। এবার ঈদযাত্রায় জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন জায়গায় টহল ডিউটি শিডিউল করেছি। চেকপয়েন্টও সেভাবেই করা হয়েছে। ‘ঈদযাত্রায় চন্দ্রা থেকে কালিয়াকৈর মোড় পর্যন্ত প্রতিবছরই আমাদের ভোগান্তি পোহাতে হয়। চন্দ্রায় আমরা ৩২টি সিসি ক্যামেরা স্থাপন করেছি। সেখানে একটি সাব-কন্ট্রোলরুম করেছি। আমাদের চন্দ্রা, বাইপাইল ও নবীনগরে একটি করে মোট তিনটি জোন আছে। এ জোনগুলোতেও আমরা মনিটর করব। যানজটের সমস্যা দেখলে কালিয়াকৈর হয়ে টাঙ্গাইলের মির্জাপুর হয়ে বাইপাস করে দেব’— বলেন পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, ১৪৪৩ ডাকাতের তালিকা প্রস্তুত করে সে অনুযায়ী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। সম্প্রতি গণমাধ্যমে এ পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ঈদযাত্রায় ডাকাত-ছিনতাইয়ের বাগড়া থামাতে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার ডাটা অ্যানালাইসিস করে ১৪৪৩ অপরাধীর তালিকা করেছে হাইওয়ে পুলিশ। সেই তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে। এছাড়া এই তালিকা নিকটস্থ থানা ও জেলা পুলিশকে পাঠানো হয়েছে।

ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের তথ্য অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। এছাড়াও এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের যাতায়াত হতে পারে, যার ৭৫ শতাংশই সড়কপথে। ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়ে যাত্রীদের ভোগান্তিমুক্ত, স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে গণপরিবহনের সংকট মোকাবিলায় লম্বা ছুটি সঠিকভাবে কাজে লাগানোর দাবিও জানিয়েছে সংগঠনটি। পর্যবেক্ষণ তুলে ধরে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করবেন। দেশের এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে সাড়ে তিন কোটি মানুষের যাতায়াত হতে পারে। যার ৭৫ শতাংশ সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে এবং ৮ শতাংশ রেলপথে।

সংগঠনের পর্যবেক্ষণে দেখা গেছে, গত বছর ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত এবং ১৩৯৮ জন আহত হন। গত ৯ বছরে শুধু ঈদুল ফিতরে ২৩৭৭টি দুর্ঘটনায় ২৭১৪ জন নিহত এবং ৭৪২০ জন আহত হয়েছেন। এবারের ঈদে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন, পুলিশ ও বিআরটিএর হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি। ঈদযাত্রায় ডাকাতি-ছিনতাইয়ের বাগড়া থামাতে ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে বিভিন্ন ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনার ডাটা অ্যানালাইসিস করে ১৪৪৩ অপরাধীর তালিকা করেছে হাইওয়ে পুলিশ। সেই তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে।

এছাড়া নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়, ঘাট ও নৌবন্দরকেন্দ্রিক যাত্রী হয়রানি, খেয়া পারাপারে, বন্দরের যাত্রী পারাপারে বেসরকারি ইজারাদারদের লুটপাটের দৌরাত্ম্য বন্ধ করারও দাবি যাত্রী কল্যাণ সমিতির। ঈদ ঘিরে লঞ্চযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ১৫ রোজা থেকে ঈদ পরবর্তী দুদিন পর্যন্ত প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরই মধ্যে তাদের মোতায়েন করা হয়েছে বলে গত রোববার জানিয়েছেন বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা শাহাদাত হোসেন।

ঈদে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সীগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ সব অপরাধপ্রবণ এলাকাগুলোতে কোস্টগার্ড, নৌ পুলিশের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ টহল থাকবে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ২৪টি সিদ্ধান্ত ও নির্দেশনা দেয়া হয়।

Link copied!