Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১২:৩০ পিএম


ঢাকা থেকে চট্টগ্রামে ট্রেনের সময়সূচি ও ভাড়া তালিকা

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ২৪০ কিলোমিটার। ২৪০ কিলোমিটার দূরত্বে রেলপথে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। ট্রেন গুলো হল মহানগর প্রভাতী (৭০৪), মহানগর এক্সপ্রেস (৭২২), তূর্ণা এক্সপ্রেস (৭৪২) এবং সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) আন্তঃনগর ট্রেন চলাচল করে। বিভিন্ন সময় এই ট্রেনগুলো স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়। ট্রেন ছাড়ার সময় ভিন্ন ভিন্ন হওয়ার কারণে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর সময় ভিন্ন হয়ে থাকে। সুতরাং নিচে ঢাকা টু চট্টগ্রাম রেলপথের ট্রেন নাম, ছাড়ার সময় এবং পৌছানোর সময় পাশাপাশি ছুটির দিন উল্লেখ করা হলো।

ট্রেনের নাম:                          ছুটির দিন :      ছাড়ায় সময় :    পৌছানোর সম :
১. মহানগর প্রভাতী (৭০৪)            নাই                ০৭ঃ৪৫           ১৪ঃ০০
২. মহানগর এক্সপ্রেস (৭২২)         রবিবার            ২১ঃ২০          ০৪ঃ৫০
৩. তূর্ণা এক্সপ্রেস (৭৪২)                নাই               ২৩ঃ৩০         ০৬ঃ২০
৪. সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮)  বুধবার            ০৭ঃ০০         ১২ঃ১৫

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস)

ঢাকা টু চট্টগ্রাম রেলপথে বিভিন্ন ট্রেন চলাচল করে। যেমন, চট্টগ্রাম মেইল (০২), কর্ণফুলী এক্সপ্রেস (০৪) ও চট্টলা এক্সপ্রেস (৬৪) মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। যাতায়াতের জন্য আমাদের ঢাকা টু চট্টগ্রাম রেলপথের স্টেশন ছাড়া সঠিক সময় জানা প্রয়োজন। তাই যাতায়াতের সুবিধার জন্য এখানে ঢাকা টু চট্টগ্রাম রেলপথের ট্রেনগুলো নাম, স্টেশন ছাড়ার সময় এবং নির্দিষ্ট স্থানে পৌঁছানোর সময় সূচি এবং ছুটির দিন দেওয়া হল। আপনারা প্রয়োজনে এখান থেকে সঠিক তথ্য সংগ্রহ করতে পারেন।

ট্রেনের নাম                 ছুটির দিন:      ছাড়ায় সময়:        পৌছানোর সময়:
১.চট্টগ্রাম মেইল (০২)         নাই                ২২ঃ৩০             ০৭ঃ২৫
২. কর্ণফুলী এক্সপ্রেস (৪)     নাই                ০৮ঃ৩০            ১৮ঃ০০
৩. চট্টলা এক্সপ্রেস (৬৪)      মঙ্গলবার         ১৩ঃ০০            ২০ঃ৫০

ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়ার তালিকা

আসন বিভাগ:              টিকেটের মূল্য:
১. শোভন                       ২৮৫ টাকা
২. শোভন চেয়ার             ৩৪৫ টাকা
৩. প্রথম সিট                  ৪৬০ টাকা
৪. প্রথম বার্থ                  ৬৮৫ টাকা
৫. স্নিগ্ধা                        ৬৫৬টাকা
৬. এসি সিট                   ৭৮৮ টাকা
৭. এসি বার্থ                   ১১৭৯ টাকা

আমার সংবাদ/আর এইচ